মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইয়েমেনের সরকারি বাহিনী শনিবার সংযুক্ত আরব আমিরাত সমর্থিত দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল-এসটিসি নামক বিচ্ছিন্নতাবাদীদের দখল থেকে তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ সোকোত্রার সামরিক শিবিরের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিয়েছে। স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। ৬টি দ্বীপ নিয়ে গঠিত সোকোত্রা প্রদেশের সরকারের বিরুদ্ধে বিদ্রোহের জন্য সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে ইয়েমেন সরকার। এর আগে ২০১৯ সালের অক্টোবরে এসটিসি’র সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা সোকোত্রা দখলের জন্য একটি ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করে। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা গত ডিসেম্বরে সোকোত্রায় অভিযান চালিয়ে বিমানবন্দর দখল করে। ৮ এপ্রিল সোকোত্রার সরকার গভর্নর রামজি মাহরোসকে হত্যার ষড়যন্ত্রের জন্য এসটিসিকে দায়ী করে। সংযুক্ত আরব আমিরাত সউদী নেতৃত্বাধীন জোটের একটি অংশ যা ২০১৫ সালে ইরানের সাথে জোটবদ্ধ হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে আকাশ পথে এক বিশাল আক্রমণ পরিচালনা করে। এর ১ বছর আগে হুথিরা রাজধানী সানাসহ ইয়েমেনের বেশিরভাগ দখল করে। বিগত ৬ বছর ধরে ইয়েমেন একটি সহিংস যুদ্ধের মুখোমুখি যা বিশ্বের নিকৃষ্টতম মানবিক বিপর্যয় তৈরি করেছে। দেশটির সশস্ত্র সঙ্ঘাত লাখ লাখ মানুষকে অনাহারের দিকে ঠেলে দিয়েছে। ইয়েমেনের ৮০ শতাংশ লোকের এখন মানবিক সাহায্যের প্রয়োজন। এ বিষয়ের প্রতি ইঙ্গিত করে জাতিসংঘ জানিয়েছে, চলমান সঙ্ঘাতে এ পর্যস্ত ৭০ হাজার মানুষ নিহত এবং বহু আহত হয়েছে। পূর্ববর্তী এক মানবাধিকার প্রতিবেদনে বলা হয় যে, যুদ্ধটিতে ন্যূনতম ১ লাখ ইয়েমেনি নিহত হয়েছে। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।