মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সশস্ত্র বাহিনী
ইনকিলাব ডেস্ক : করোনার বিরুদ্ধে লড়াইয়ে অ্যাম্বুলেন্স কর্মীদের সহায়তা দিতে সশস্ত্র বাহিনীর প্রায় ২০০ সদস্যকে মাঠে নামাচ্ছে যুক্তরাজ্য। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, অ্যাম্বুলেন্স পরিচালনায় ন্যাশনাল হেলথ সার্ভিসকে সহায়তা দেবেন তারা। পিপিই পরিবহন ও লন্ডনে জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ (এনএইচএস)-এর নাইটিঙ্গেল হাসপাতাল তৈরিতেও সহায়তা দিয়েছে সামরিক বাহিনী। বিবিসি।
মাস্ক বাধ্যতামূলক
ইনকিলাব ডেস্ক : পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতাম‚লক করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রবিবার রাজ্য সরকারের মুখ্যসচিব রাজীব সিংহ এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, বাইরে বেরুলে যে কোনও ধরনের মুখাবরণ থাকা আবশ্যক। সেই মুখাবরণ মাস্ক হতে পারে, দোপাট্টা বা গামছাও হতে পারে। যে কোনও কাপড়ের টুকরো বা রুমাল, যা নাকমুখ ঢাকতে পারে, তাও গ্রহণযোগ্য হবে। এবিপি।
সোমালীয় মন্ত্রীর মৃত্যু
ইনকিলাব ডেস্ক : সোমালিয়ার হিরসাবেলে রাজ্যের আইনমন্ত্রী খালিফ মুনিম তোহাও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানী মোগাদিসুর মার্টিনি হাসপাতালে রোববার প্রাণ হারান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হিরসাবেলা রাজ্যের ভাইস-প্রেসিডেন্ট আলী গুদলাওয়ি হুসেন। মুনিম একজন সোমালি ব্রিটিশ। রয়টার্স।
গুগলের ডুডল
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসের ভয়াল থাবা পড়েছে বিশ্বে। সম্মুখযোদ্ধা হয়ে কাজ করছেন চিকিৎসক, নার্স আর স্বাস্থ্যকর্মীরা। এবার তাদের ধন্যবাদ জানিয়ে ডুডল তৈরি করেছে গুগল। ডুডলের ওপর মাউস ধরলে লিখা উঠছে ‘সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জানাই ধন্যবাদ।’ ওয়েবসাইট।
ছবি তোলা নিষিদ্ধ
ইনকিলাব ডেস্ক : করোনা ভাইরাসের এ মহামারীতে ত্রাণ দেয়ার সময় সব ধরনের ছবি তোলায় নিষেধাজ্ঞা আরোপ করল পার্শ্ববর্তী দেশ ভারতের রাজস্থান রাজ্যসরকার। রাজ্যসভার সংসদ সদস্য স্বপন দাশগুপ্ত রাজস্থান সরকারের এ সিদ্ধান্তের কথা টুইট করে জানান। স্থানীয় প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সেখানকার বিরোধী দলীয় নেতারাও। এনডিটিভি।
অনলাইন জুয়া
ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ায় ক্লাব ও ক্যাসিনো বন্ধ করে দেয়ায় জমে উঠেছে অনলাইন জুয়ার আসর। জুয়াড়িদের অনলাইনে আকর্ষণ করতে নতুন নতুন ফন্দি কাজে লাগাচ্ছে বেটিং সাইটগুলো। জুয়ার এমন বিস্তৃতিতে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এতে বিপুল অংকের বাজি থাকায় অনেক বেশি মানুষ ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এসবিএস নিউজ।
চারজনে সুস্থ এক
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে প্রতি চারজনে একজন সুস্থ হয়ে উঠছেন। ভাইরাসটিতে হাজার হাজার মানুষের মৃত্যু হলেও মোট মৃত্যুর হার মাত্র ১ শতাংশ বা আরও কম। ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, করোনায় বিশ্বে গড় সুস্থতার হার ২২ দশমিক ৬২ শতাংশ। প্রতি চারজনে একজন সুস্থ হয়েছেন। বিবিসি।
মৃতরা শহীদ, গোসল কাফনের প্রয়োজন
নেই : ওয়াইসি
ইনকিলাব ডেস্ক : হায়দ্রাবাদের এমপি ও ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি ব্যারিস্টার আসাদুজ্জামান ওয়াইসি বলেন, ‘মহামারীতে মৃত সকলেই শহীদের মর্যাদা পাবেন তা ইসলাম ধর্মে বলা আছে। এ ধরনের লাশের গোসল কিংবা কাফনের কোনো প্রয়োজন নেই। তাদের দ্রুত জানাযা শেষে অল্প মানুষের সাহায্যে দাফন দিয়ে দিন। গত মাসে ভারতের তেলেঙ্গানায় নিজামুদ্দিনে করোনাভাইরাসে মৃত ৯ তাবলিগ অনুসারীদের গোসল ও কাফন ছাড়াই দাফন করা হয়েছে। এর আগে মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন এক সার্কুলার জারি করে জানায় করোনায় মৃতদের লাশ সকল ধর্মবর্ণ নির্বিশেষে পুড়িয়ে ফেলা উচিত যাতে ভাইরাসের বিস্তার না ঘটে। এমসিজিএম, দি সান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।