বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের নলডাঙ্গায় লাহাবুর রহমান লাবু (২৭) নামে এক দিনমজুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। করোনায় কাজকর্ম বন্ধ থাকায় আর্থিক সংকট ও স্ত্রী পাশে না থাকায় নিঃসঙ্গতায় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
নিহত লাহাবুর রহমান লাবু নলডাঙ্গা গ্রামের সরদারপাড়ার আব্দুস শুকুরের ছেলে।
নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নলডাঙ্গা গ্রামের দিনমজুর লাবু নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
তিনি জানান, কয়েক বছর আগে লাবু বিয়ে করে সংসার শুরু করেন। অভাব অনটনের সংসারে ঠিকমত স্ত্রীর ভরণপোষণ দিতে না পারায় বিয়ের কয়েক মাস পরে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। বর্তমানে করোনাভাইরাসের কারণে কাজকর্ম বন্ধ থাকায় আর্থিক সংকট দেখা দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।