Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

 

ঝাড়ু দিচ্ছেন মন্ত্রী
ইনকিলাব ডেস্ক : পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে ঝাড়ু হাতে রাস্তায় নেমে গেলেন কর্ণাটকের এক মন্ত্রী। সস্ত্রীক মন্ত্রীর রাস্তা সাফাইয়ের ছবি প্রথমে শেয়ার করেন বেঙ্গালুরু মহানগর পালিকার কমিশনার বি এইচ অনিল কুমার। মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, এই ছবি সমাজকে অনেক বড় বার্তা দেবে। এর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে ছবিটি। সবাই বাহবা দিয়েছেন মন্ত্রীকে। দ্য ওয়াল।

মদ না পেয়ে
ইনকিলাব ডেস্ক : মদ না পেয়ে মাত্রাতিরিক্ত হোমিওপ্যাথি ওষুধ সেবন করে বিপদ ডেকে আনলেন এক দল যুবক। বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে দুজনের। বাকি দুই জন হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি পশ্চিমবঙ্গের প‚র্ব মেদেনীপুরের কাঁথি এলাকায় ঘটেছে। মৃত দুই যুবকের নাম ভরত দাস (৩৩) ও পঙ্কজ দাস (৪১)। অন্যদিকে অসুস্থ দুই জনের নাম গৌতম দাস (৩৭) ও গঙ্গু দাস (৩০)। ওয়েবসাইট।


স্পেনে বেকার ৩৫ লাখ
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসের কারণে ভেঙে পড়েছে স্পেনের অর্থনীতি। দেশটিতে করোনার কারণে বেকার হয়ে পড়েছে ৩৫ লাখ মানুষ। শুধু মার্চেই বেকার হয়েছে আট লাখ মানুষ। স্পেনের শ্রমমন্ত্রী ইয়োলান্ডা ডিয়াজ বলেছেন, দেশজুড়ে লকডাউনের কারণে মার্চ মাসে চাকরি হারিয়েছে আট লাখ ৩৪ হাজার মানুষ। তিনি বলেন, স্পেনে বেকার লোকের সংখ্যা তিন লাখ বেড়েছে। ইউরাক্টিভের।


লিবিয়ার বিদ্রোহীদের জন্য
ইনকিলাব ডেস্ক : লিবিয়ার বিদ্রোহীরা নেতা খলিফা হাফতার অনুগত গেরিলাদের জন্য ইহুদিবাদী ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে সংযুক্ত আরব আমিরাত। এরইমধ্যে ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মিশরের কাছে হস্তান্তর করা হয়েছে যাতে তা লিবিয়ার বিদ্রোহীদের হাতে পৌঁছায়। তার আগে হাফতারের অনুগত বাহিনীকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। লিবিয়া অবজারভার।


নতুন নির্দেশনা
ইনকিলাব ডেস্ক : রমজান উপলক্ষে আগেভাগেই যান চলাচলে নতুন বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া। এবছর করোনাভাইরাস সংক্রমণের হার অনেক বেড়ে যেতে পারে বলে যান চলাচল ও যাত্রী পরিবহনে বিশেষ নির্দেশনা জারি করেছে ইন্দোনেশীয় সরকার। রয়টার্স।
তাজ হোটেলে আক্রান্ত ৬
ইনকিলাব ডেস্ক : মুম্বাইয়ের ঐতিহাসিক তাজমহল প্যালেস ও তাজমহল টাওয়ারস হোটেলের অন্তত ৬ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোটেল কর্তৃপক্ষ এই তথ্যের সত্যতা স্বীকার করেছে। বোম্বে হাসপাতালের চিকিৎসক ডা. গৌতম বানসালি বলেছেন, তাজ হোটেলের ৬ কর্মচারীর চিকিৎসা চলছে বোম্বে হাসপাতালে। এনডিটিভি।


প্রতিদিন গড়ে ৮
ইনকিলাব ডেস্ক : ভারতে করোনা আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে প্রতিদিন গড়ে ৮ জনের মৃত্যু হচ্ছে। ১১ এপ্রিল সকাল পর্যন্ত ভারতে কোভিড ১৯-এ মৃত্যুর হার ৩.২১ শতাংশ। আলাদা করে দেখলে, পাঞ্জাবে মৃত্যুর হার ৮.৩৩ শতাংশ, মধ্যপ্রদেশে ৭.৫৯ শতাংশ এবং দিল্লির ক্ষেত্রে এই হার ১.৪৪ শতাংশ। এনডিটিভি।


এ বছর খুলবে না
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাস মহামারীর কারণে বছরের বাকি সময়জুড়ে সব সরকারি স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নিউইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্লাসিও। শনিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে মেয়র বলেন, শিক্ষাবর্ষের বাকি সময়টা স্কুল ফের চালু করতে না পারা কষ্টদায়ক, তবে এই সময় এটাই সঠিক কাজ। গত ১৬ মার্চ থেকে স্কুল বন্ধ ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের কেন্দ্রস্থল নিউইয়র্ক সিটিতে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ