Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

 

হাজার কক্ষের কোয়ারেন্টিন
ইনকিলাব ডেস্ক : গাজা উপত্যকার হামাস সরকার সম্ভাব্য করোনা আক্রান্ত রোগীদের কোয়ারেন্টিনে রাখার জন্য এক হাজার কক্ষের আবাসস্থল তৈরি করেছে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উপত্যকার প্রকৌশলী ও কর্মীরা রাতদিন পরিশ্রম করে মাত্র দুই সপ্তাহের মধ্যে ২৭ হাজার বর্গমিটার জায়গার ওপর এক হাজার করোনা ইউনিট তৈরি করতে সক্ষম হয়েছেন। টেলিগ্রাফ।


সাতদিনে তিনগুণ
ইনকিলাব ডেস্ক : ব্রাজিলে সাতদিনের ব্যবধানে প্রায় তিনগুণ হয়েছে করোনায় মৃতের সংখ্যা। গত ৩ এপ্রিল সেখানে মৃতের সংখ্যা ছিল ৩৫৯ জন। কিন্তু মাত্র এক সপ্তাহ পরেই ১০ এপ্রিল মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৬ জন। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ব্রাজিলে এ পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ১৯ হাজার ৯৪৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন মাত্র ১৭৩ জন। রয়টার্স।


মাথার মূল্য ঘোষণা
ইনকিলাব ডেস্ক : হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডারকে হত্যার জন্য এক কোটি ডলারের অর্থ পুরস্কার ঘোষণা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর দাবি করছে, হিজবুল্লাহর এই কমান্ডার ইরাকে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে অংশ নেয়া যোদ্ধাদেরকে প্রশিক্ষণ, অর্থ যোগান, রাজনৈতিক সমর্থন এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন। পার্সটুডে।


গলাকেটে আত্মহত্যা
ইনকিলাব ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ভারতীয় এক যুবক। হাসপাতালে ভর্তি অবস্থায় ৩০ বছর বয়সী ওই যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর শনিবার শৌচাগারে বে্লড দিয়ে গলা কেটে আত্মহনন করেন। ভারতের অসমে একটি হাসপাতালে ঘটনাটি ঘটে। এনডিটিভি।


ব্যাডমিন্টন খেলতে গিয়ে
ইনকিলাব ডেস্ক : পশ্চিম বঙ্গের বাঁকুড়ার বিষ্ণুপুরের শালবাগান এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র দে লকডাউনের মধ্যে সারাদিন ঘরবন্দি থেকে রাতে প্রতিদিন বাড়ির ছাদে স্ত্রীর সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন। খেলার এক পর্যায়ে পা পিছলে পড়ে গিয়ে প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত ওই শিক্ষক। পরিবার ও স্থানীয় স‚ত্রে জানা গেছে, খেলাধুলো খুবই ভালোবাসতেন দুলাল। জিনিউজ।


খাবার দিচ্ছে মাফিয়ারা
ইনকিলাব ডেস্ক : করোনা তান্ডবের মধ্যে ইতালির দুর্ধর্ষ মাফিয়া গ্যাংয়ের সদস্যরাই দেশটির অসহায় মানুষদের মধ্যে খাবার বিলিয়ে দিচ্ছেন । যদিও ইতালির প্রশাসন মাফিয়াদের এই সাহায্য নেয়া থেকে সাধারণ মানুষদের বিরত থাকতে বলেছে। ইতালির দক্ষিণাঞ্চলীয় কাম্পানিয়া, সিসিলি, পুগলিয়া এবং ক্যালাব্রিয়াতে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে মাফিয়া গ্যাং›র সদস্যরা। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ