Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুখালীতে মহাদুর্যোগে চুরির হিরিক

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৩:০৪ পিএম

ফরিদপুরের মধুখালীতে করোনাভাইরাসের এই মহাদুর্যোগের ভিতর বেওে গেছে চুরির হিরিক।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানাগেছে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামের মৃত জহুর মোল্যার ছেলে হতদরিদ্র আক্কাস মোল্যার বাড়ী থেকে শুক্রবার গভীর রাতে তার ব্যাটারী চালিত দুটি ভ্যান গাড়ী চোরেরা চুরি করে নিয়ে যায়। শনিবার সকালে আক্কাস ঘুম থেকে জেগে ঘরের বাইরে রাখা ভ্যান দুটি দেখেন নাই। অনেক খুজা খুজি করেও ভ্যান দুটি পাওয়া যায় নাই।
অপর দিকে ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের একটি টিউবোয়েল বৃহস্পতিবার রাতে বাজারে পাহারা থাকা অবস্থায় টিউবোয়েলটি চোর চুরি করে নিয়ে যায়। শুক্রবার সকালে স্থানীয়দের নজরে আসে বিদ্যালয়ের টিউবোয়েলটি চুরি হয়েছে। শনিবার রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলাম চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
চুরির ব্যাপারে মধুখালী থানার পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলামের কাছে তাঁর মোবাইলে জানতে চাইলে তিনি বলেন লিখিত অভিযোগ দিন এবং পাহাড়া বারাতে বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ