Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

 

ইয়েমেনে যুদ্ধবিরতি
ইনকিলাব ডেস্ক : ইয়েমেনে হুতি বাহিনীর সঙ্গে লড়াইরত সউদী আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী যুদ্ধবিরতি ঘোষণা করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে জাতিসংঘের নেয়া উদ্যোগের সমর্থনে বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জোটের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে। পশ্চিমা সামরিক শক্তিগুলোর সমর্থনে সউদী নেতৃত্বাধীন জোট ২০১৫ সালের ২৫ মার্চ ইয়েমেনের হুতি বাহিনীর বিরুদ্ধে হামলা শুরু করেছিল। বিবিসি।

ছাদে আক্রান্ত ৩
ইনকিলাব ডেস্ক : দিল্লির সুপরিচিত বেঙ্গলি মার্কেট সংশ্লিষ্ট এলাকার তিনজনের দেহে কোভিড-১৯ শনাক্ত ও একটি দোকানের ছাদে গাদাগাদি করে থাকা ৩৫ কর্মচারীকে পাওয়ার পর মার্কেটটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনা ভারতের রাজধানীজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। এনডিটিভি।

৭০ দিনে ৩ প্রধানমন্ত্রী
ইনকিলাব ডেস্ক : ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ দেশের প্রধানমন্ত্রী হিসেবে গোয়েন্দা প্রধান মুস্তফা আল-কাধিমির নাম ঘোষণা করেছেন। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় টিভি। এ নিয়ে ইরাকে মাত্র ১০ সপ্তাহের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী হলেন মুস্তফা। গতবছর কয়েকমাসের সহিংস বিক্ষোভ-সংঘর্ষে মুখ থুবড়ে পড়া সরকারে পরিবর্তন আনার চেষ্টায় হিমশিম খাচ্ছে ইরাক। বিবিসি।


অপারেশন শিল্ড
ইনকিলাব ডেস্ক : ভারতে করোনাভাইরাসে মারাত্মক আক্রান্তের তালিকায় মহারাষ্ট্র ও তামিলনাড়ুর ঠিক পরেই দিল্লি। সেখানে ২১টি এলাকাকে ঝুঁকিপ‚র্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকা থেকে ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে ‘অপারেশন শিল্ড’ নামে একটি অভিযান শুরু করতে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এনডিটিভি।


আগাম ভোটগ্রহণ শুরু
ইনকিলাব ডেস্ক : আগামী ১৫ এপ্রিল দক্ষিণ কোরিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বুথগুলোতে জনসমাগম কমানোর জন্য দেশটিতে আগাম ভোটের ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় শুক্রবার শুরু হয়েছে এ আগাম ভোট। আর এতে ভোট দিতে পারছেন করোনাভাইরাসে আক্রান্ত রোগীরাও। রয়টার্স।


ভানুয়াতুরে শনাক্ত নেই
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাস ঠেকাতে ভানুয়াতুরের জোরালো প্রচেষ্টা আক্রান্ত হয়েছে ক্যাটাগরি পাঁচ মাত্রার সাইক্লোনে। সীমান্ত বন্ধ করে দেওয়ার আগে সর্বশেষ ওই ৬২ জন বিদেশ থেকে ভানুয়াতু পৌঁছায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার পর নিজ বাড়িতে ফেরার অনুমতি পেয়েছেন তারা। সেখানে বোন শনাক্ত নেই। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ