মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ইউরোপীয় দেশগুলোর জন্য একটি উদ্ধার প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়নের অর্থ মন্ত্রীরা। শুক্রবার (১০ এপ্রিল) সকালে এতথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।
ব্রাসেলসে ব্যাপক আলোচনার পর সংস্থাটির চেয়ারম্যান মারিয়ো সেন্টেন্তো ছয়শ বিলিয়ন ইউরোর এই প্যাকেজ ঘোষণা দেন।
এসময় স্পেনের প্রধানমন্ত্রী বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে সবচেয়ে খারাপ কাটাচ্ছে দেশটি। স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৪৪৪। যা ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় বেশি। আর ভাইরাসে প্রাণহানি হয়েছে ১৫ হাজারেরও বেশি মানুষের।
ফরাসী অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার এই চুক্তিকে ইইউ'র ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকল্পনা হিসাবে প্রশংসা করেছেন।
আলোচনা শেষে এক টুইট বার্তায় তিনি বলেন, ইউরোপ চলমান এই সংকট থেকে উত্তরণের সিদ্ধান্ত নিয়েছে। এবং এজন্য ইউরোপ প্রস্তুতও আছে।
এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান সতর্ক করে বলেছেন, ১৯৩০ এর পর বিশ্ব সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হতে যাচ্ছে। ক্রিস্টালিনা জর্জিভা বলেন, করোনাভাইরাস মহামারী এই বছর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তীব্র নেতিবাচক প্রভাব ফেলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।