মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনে নতুন করে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মারা গিয়েছেন দু জন। তারই মধ্যে করোনাভাইরাসের আঁতুড়ঘর উহান থেকে লকডাউন তুলে নিল চীন। ৭৩ দিন পর রাস্তায় বেরোলেন স্থানীয় মানুষ। চীনের স্বাস্থ্য মন্ত্রক বুধবার জানিয়েছে, মঙ্গলবার চীনের মূলখণ্ডে নতুন করে ৬২ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে। পাশাপাশি বিদেশ থেকে ফেরা ৫৯ আক্রান্তকে মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যাটা হয়েছে ১,০৪২।
জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, শানডং প্রদেশে দু জন ও গুয়াংডং প্রদেশে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সাংহাইতে একজন ও হুবেই প্রদেশে একজনের করোনায় মৃত্যু হয়েছে। এর ফলে করোনায় চীনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৩৩৩। চলতি বছর জানুয়ারি থেকে চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে প্রথম গত সোমবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।