বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইন্তেকাল করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও হুসাইন আহমদ মাদানি (রহ)-এর বিশিষ্ট খলিফা শায়খ আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী (ইন্না লিলাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (৭এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন তিনি। জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ১০০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। আজ বুধবার (৮ এপ্রিল) বেলা ২.৩০ মিনিটে হবিগঞ্জে নিজ বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে দ্বীনের রাহবারের নামাজে জানাযা।
হবিগঞ্জের ইমামবাড়ির বাসিন্দা শায়েখ আব্দুল মুমিন ব্যক্তিগত জীবনে তিনি ৬ পূত্র ও কন্যার পিতা। শায়েখ ইমামবাড়ী ২০০৫ সাল থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। শায়খুল হাদিস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ির জানাজা আজ বুধবার (৮ এপ্রিল) বেলা ২.৩০ মিনিটে হবিগঞ্জে নিজ বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। এদিকে, মঙ্গলবার মধ্যরাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সিলেটস হ সারাদেশে, বিশেষ করে শোকের ছায়া নেমে আসে আলেমসমাজে মধ্যে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।