Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাস নিয়ে অ্যানিমেটেড ওয়েব সিরিজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস নিয়ে এবার তৈরি হয়েছে বাংলা অ্যানিমেশন ওয়েব সিরিজ। এ সিরিজটির নাম দেওয়া হয়েছে ‘করোনা কাল’। ১০ পর্বের ওয়েব সিরিজটির প্রথম পর্ব প্রকাশ করা হয়েছে একটি ইউটিউব চ্যানেলে। করোনাভাইরাস কীভাবে ছড়ায় এবং কীভাবে তা প্রতিরোধ করা যায়, এসব বিষয় তুলে ধরা হয়েছে ওয়েব সিরিজটিতে। এটি পরিচালনা করেছেন আকতারুল আলম তিনু। পাশাপাশি এর থ্রিডি অ্যানিমেশন ও সম্পাদনাও করেছেন তিনি। তিনু বলেন, ‘মূলত করোনার এই দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষকে সচেতন এটি তৈরি করেছি। বাংলাদেশে এখন লকডাউন চলছে, তাই বাইরে শুটিং না করে ঘরে বসে মানুষকে সচেতন করার জন্য এমন ভাবনা থেকে এটি নির্মাণ করলাম। আপাতত ১০ পর্ব প্রকাশের ইচ্ছে আছে।’ সিরিজটির গল্প ভাবনায় আছে টিম আট। এতে কণ্ঠ দিয়েছেন আকতারুল আলম তিনু, মঈনুল ইসলাম সাইদী ও মার্জিয়া নাহার শাওনা। এটি প্রযোজনা করেছে ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশন। আর প্রকাশিত হচ্ছে সি-মিউজিক মোশনের ব্যানারে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়েব সিরিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ