মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফকল্যান্ডে করোনা
ইনকিলাব ডেস্ক : বিশ্বজুড়ে চলমান আতঙ্কের নাম করোনাভাইরাস।এবার এই ভাইরাস ছড়িয়ে পড়ল অ্যান্টার্কটিকার নিকটবর্তী দক্ষিণ আমেরিকার ফকল্যান্ড দ্বীপপুঞ্জে। ফ্যাকল্যান্ড দ্বীপপুঞ্জের সরকার এই অঞ্চলের প্রথম আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে। ৩১ শে মার্চ এক ব্যক্তিকে পরীক্ষা পর পজিটিভ ধরার পড়ে। ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।
মার্কিন বাহিনীতে ১০৫২
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তত ১ হাজার ৭৫২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তাদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যুর আশঙ্কাও তৈরি হয়েছে অনেকের। এর আগে দেশটির সামরিক বাহিনীতে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়ে এক সেনাসদস্য প্রাণ হারান। রয়টার্স, নিউ ইয়র্ক পোস্ট।
হাসপাতাল উদ্বোধন
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসের মহামারীতে বিপর্যস্ত যুক্তরাজ্যে মাত্র ৯ দিনের মধ্যে ৪ হাজার শয্যার একটি নতুন হাসপাতাল নির্মাণ করা হয়েছে। শুক্রবার সকালে প‚র্ব লন্ডনের এক্সেলে এক্সিবিশন সেন্টারে নাইটিঙ্গেল হাসপাতালের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রিন্স চার্লস ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা রোগীদের জন্য এ হাসপাতালটি উদ্বোধন করেন। সিএনবিসি।
৫ লাখ জরিমানা
ইনকিলাব ডেস্ক : কানাডায় প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। কানাডার প্রতিটি শহরে জরুরি আইন জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা সত্তে¡ও মানুষ বাইরে বের হলেই ৬ হাজার ডলার (প্রায় ৫ লাখ টাকা) জরিমানার ঘোষণা করা হয়েছে। কানাডার বেশিরভাগ শহরে করোনার আক্রমণ বেড়েছে। মৃত্যুর সংখ্যা কম হলেও আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি। ওয়েবসাইট।
অক্সিজেন সঙ্কট
ইনকিলাব ডেস্ক : লন্ডনের একটি হাসপাতালে অক্সিজেনের মজুত প্রায় শেষের দিকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চাহিদার তুলনায় রোগীর সংখ্যা অত্যধিক বেশি হওয়ায় এমনটা হয়েছে। এই অবস্থায় মারাত্মক অক্সিজেন সংকটে রয়েছেন ওই হাসপাতালের করোনা রোগীরা। হাসপাতালটির নাম প্রকাশ করেনি। ডেইলি মেইল।
নিউইয়র্কে ঘণ্টায় ২৩
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের করোনা মহামারীর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নিউইয়র্ক। সেখানে ব্যাপক হারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে কোভিড-১৯। নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ৫৬২ জন মারা গেছে। সে হিসাবে প্রতি ঘণ্টার ব্যবধানে মারা গেছে ২৩ জন। নিউইয়র্কে এ পর্যন্ত ২ হাজার ৯৩৫ জন মারা গেছে করোনায়। আর গত ২৪ ঘণ্টায় যে ৫৬২ জন মারা গেছে, তা একদিনের হিসাবে সর্বোচ্চ। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।