Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

১৫০ লাশ উদ্ধার

ইনকিলাব ডেস্ক : ইকুয়েডরের সেনা ও পুলিশ দেশটির বন্দর নগরী গুয়াকুইলের রাস্তা ও বাসা-বাড়ি থেকে করোনা আক্রান্ত ১৫০ জনের লাশ উদ্ধার করেছে। সরকার সতর্ক করে দিয়ে বলেছে, আগামী মাসগুলোতে নগরী ও আশপাশের এলাকায় ৩ হাজার ৫০০-এর বেশি লোক মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। রয়টার্স।

১০০ থেকে ১০০০
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাস মোকাবেলায় প্রথম দিকে ভালোই সাফল্য দেখিয়েছিল সিঙ্গাপুর। ফের করোনা আঘাত হেনেছে দেশটিতে। দ্বিতীয় দফার দেশটিতে করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল এক হাজারে। অথচ মার্চের শুরুতেও দেশটিতে সংখ্যাটি ছিল একশরও কাছাকাছি। রয়টার্স।


ইরানি ত্রাণ
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সংকটজনক মুহূর্তে দেশটির জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরানের ছাত্ররা। খবরে বলা হয়েছে, ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের ছাত্ররা তেহরানে আমেরিকার স্বার্থ দেখাশোনাকারী সুইস দূতাবাসে জরুরি ওষুধ ও মানবিক ত্রাণ হিসেবে এক গাড়ি ওষুধ ও মানবিক ত্রাণসামগ্রী পাঠিয়েছে। ফার্সনিউজ।


কিরঘিজে প্রথম মৃত্যু
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসে প্রথম মৃত্যুর তথ্য জানিয়েছে মধ্য এশিয়ার দেশ কিরগিজিস্তান। মারা যাওয়া ব্যক্তির বয়স ৬১ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই ব্যক্তি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওশার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা ছাড়াও তিনি বিভিন্ন ধরনের জটিল রোগে ভুগছিলেন। শেষ পর্যন্ত একশ ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন পাঁচজন। রয়টার্স।


মার্কিন প্রস্তাব নাকচ
ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলায় অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে আমেরিকা যে চুক্তির প্রস্তাব দিয়েছে তা সরাসরি নাকচ করেছে কারাকাস। ভেনিজুয়েলার সরকার পরিষ্কারভাবে বলেছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন এবং তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসেছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ