Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজ বন্ধ রাখার দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ২:৪৭ পিএম

সুরক্ষা প্রদান ও বাগানের কাজ বন্ধ রাখার দাবিতে কাজ বন্ধ করে দিয়েছে চা শ্রমিকরা। মঙ্গলবার মৌলভীবাজারের মাথিউড়া চা বাগানের ম্যানেজার বাংলার সামনে তিন ঘন্টা কর্মবিরতি করেন শ্রমিকরা।

সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত তিন ঘন্টা কর্ম বিরতি পালন করে বাগান কর্তৃপক্ষের কাছে তারা দাবী জানিয়েছেন, শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি ও সকল শ্রমিকদের মধ্যে মাস্ক, সাবান বিতরণ নিশ্চিত করতে হবে। সারা দেশের সাথে মিল রেখে বাগান বন্ধ ঘোষণা করতে হবে। তা না করলে ধর্মঘটের দিকে যাবে শ্রমিকরা। শহর বন্দরে যখন জীবাণু নাশক পানীয় স্পে করা হচ্ছে তখন পিছিয়ে পড়া চা জনগোষ্টি মাস্ক ব্যবহার ও সাবান দিয়ে হাত ধোয়া থেকে বঞ্চিত রয়েছে। সারা দেশ লকডাউন হলেও বাগান কেন বন্ধ দেওয়া হচ্ছে না এমন প্রশ্ন তাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মবিরতি

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ