মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলে বাড়ছে
ইনকিলাব ডেস্ক : ইসরাইলে ৩ হাজার ৮৬৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে মাত্র ৮৯ জন মানুষ। ইসরাইলে প্রাণহানির সংখ্যা ১২। করোনায় আক্রান্ত হয়ে একজন ইসরাইলি পর্যটকের মৃত্যু হয়েছে ইতালিতে। আশঙ্কাজনক অবস্থায় আছে ৬৬ জন। পশ্চিম তীরে ৯৫ জনকে শনাক্ত করা হয়েছে। শুধুমাত্র গাজায় ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। হারেৎজ।
কানাডায় জেল-জরিমানা
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। কভিড-১৯ করোনাভাইরাসে কানাডায় এ পর্যন্ত ৫ হাজার ৬৫৫ ব্যক্তি সংক্রমিত হয়েছে এবং ৬০ জনের মৃত্যু হয়েছে। কানাডার অন্টারিওতে কভিড-১৯ পরিস্থিতিতে পণ্যের দাম বাড়িয়ে দিলে ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ ডলার জরিমানা এবং ১ বছরের জেল। করপোরেশনের ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ হবে সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার। রয়টার্স।
সংক্রমণ ২৩৭%
ইনকিলাব ডেস্ক : মেক্সিকোয় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। দেশটিতে এক সপ্তাহে ২৩৭ শতাংশ বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নতুন করে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে ১৩১ জনের শরীরে। সব মিলিয়ে এ সংখ্যা ৮৪৮ জন। শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে চার জনের মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ, তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। রয়টার্স।
জাপানে গণ-সংক্রমণ
ইনকিলাব ডেস্ক : জাপানের টোকিওতে ২৬ প্রতিবন্ধী ব্যক্তিসহ ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একে গণ-সংক্রমণ বলে অভিহিত করছে স্থানীয় প্রশাসন তথা সরকার। টোকিওর পূর্বে চিবা প্রদেশে একটি সেবামূলক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে । স্থানীয় সরকার শনিবার এ কথা জানিয়েছে। টনোশো শহরে হোকুসো ইকুসি-এন নামের প্রতিষ্ঠানে গোষ্ঠীগত সংক্রমণ হয়েছে। এখানে প্রতিবন্ধী ব্যক্তিরা কারুকাজ, উদ্যান তৈরি ও অন্যান্য কাজে জড়িত রয়েছেন। জাপান টাইমস।
জীবাণুনাশক ছিটাবে ড্রোন
ইনকিলাব ডেস্ক : করোনা প্রতিরোধে প্রযুক্তির দারস্থ হয়েছে ভারতের একটি শহর। ভয়াবহ সংক্রামক ভাইরাসটির বিস্তার ঠেকাতে যেসব স্থানে গাড়ি পৌঁছাতে পারে না এমন সংকীর্ণ স্থানে ড্রোন দিয়ে জীবাণুনাশক ছিটানোর কথা জানিয়েছে দক্ষিণ ভারতের তামিলনাডু রাজ্যের রাজধানী শহর চেন্নাই। বিরতিহীনভাবে ২৪ ঘণ্টাই এসব ড্রোন চেন্নাই শহরের ২ লাখ বর্গমিটার এলাকায় জীবাণুনাশক ছিটাতে পারবে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।