বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বিভাগে সনাক্ত হওয়া প্রথম করোনা আক্রান্ত কক্সবাজারের সেই বৃদ্ধার অবস্থা উন্নতির দিকে হলেও তার সংস্পর্শে এসে চিকিৎসকসহ ২২ জন হোম কোয়ারেন্টাইনে গেছেন। লকডাউন করতে হয়েছে চট্টগ্রামের দুটিসহ ছয়টি বাড়ি। তার পুত্রের সংস্পর্শে আসা চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কয়েকজন কর্মকর্তাও গেছেন কোয়ারেন্টাইনে। ওমরাহ করে আসা ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তির পর তার নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রমণের প্রমাণ পাওয়ার পর এসব ব্যবস্থা নেওয়া হয়।
যদিও কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান জানান ওই রোগীর অবস্থা উন্নতির দিকে। তার চিকিৎসা দিয়েছেন এমন চিকিৎসকরা জানান, হাসপাতালে ভর্তির পর পরিবারের পক্ষ থেকে তার বিদেশ সফরের বিষয়টি গোপন করায় এমন বিপত্তি ঘটেছে। পিপিই ছাড়া তাকে চিকিৎসাসেবা দিতে গিয়ে ঝুঁকিতে পড়েছেন ২২ চিকিৎসক-নার্স, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) অনেকেই।
এ কারণে হাসপাতালটির তত্ত¡াবধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. ইউনুচসহ ওই রোগীর সংস্পর্শে যাওয়া ১০ চিকিৎসক, আট নার্সসহ সংশ্লিষ্ট ২২ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
লকডাউন করা হয়েছে চট্টগ্রামের দুইটি, কক্সবাজার শহরের দুইটি, চৌফলদন্ডীর একটি ও রামুর একটি বাড়ি। সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। সবাইকে সচেতন থাকতে হবে। ওই রোগীর শারীরিক অবস্থার অনেক উন্নতি হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।