বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেট বিভাগে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ১০০ জন। এর মধ্যে সিলেটে ১৫ জন, হবিগঞ্জে ৪৮ জন, সুনামগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ১৮ জন। আর একই সময়ে কোয়ারেন্টিন থেকে বাদ পড়েছেন ১৬৯ জন। এ নিয়ে সিলেটে মোট ১ হাজার ৪৯৮ জন কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেলেন। কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বেশীরভাগই প্রবাস ফেরত। বাকিরা তাদের পরিবার ও আত্মীয়স্বজন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, সিলেট বিভাগে এখন ১ হাজার ৩৫৭ কোয়ারেন্টিন অবস্থায় আছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরো জানান, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টিন থেকে ১৬৯ জন মুক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৮ জন, সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ৬৬ জন এবং মৌলভীবাজারে ৪৪ জন। তাদের নির্দিষ্ট ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার মেয়াদ শেষ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।