Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএনএ পরীক্ষায় হত্যা মামলার আসামি শনাক্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১২:০৯ এএম

ছোরায় লেগে থাকা রক্তের নমুনার ডিএনএ টেস্ট করে হত্যা মামলার আসামিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে সিআইডি। শেরপুরের নকলা থানার হত্যা মামলার রহস্য উদঘাটনের ঘটনা এটি। সিআইডির ফরেনসিক শাখার ডিআইজি শেখ নাজমুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শেরপুর জেলার নকলা থানার একটি হত্যা মামলার হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা থেকে রক্তের নমুনা পরীক্ষার মাধ্যমে আসামি শনাক্ত করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ডিএনএ ল্যাবরেটরি ইউনিট। গত ১১ ফেব্রæয়ারি নকলা থানার রুনীগাঁও গ্রামের সোহেল মিয়ার ছাগল আহসানুল কবিরের জমিতে ঢুকে ধানের চারা নষ্ট করে। ওই ঘটনাকে কেন্দ্র করে তারা ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়লে তাদের প্রতিবেশী আব্দুল বারেক ঝগড়া বিবাদ মীমাংসার চেষ্টা করে। বারেক তাদের ঝগড়া বিবাদ মীমাংসা চেষ্টা করার ফলে আহসানুল কবির ও তার পরিবারের সঙ্গে মনোমালিন্য হয় ও তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। পরদিন বারেক জমিতে কাজ করার উদ্দেশে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে আহসানুল কবির এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা তার পথ রোধ করে ধারালো ছোরা দিয়ে তাকে আঘাত করে। এতে আব্দুল বারেকের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে আব্দুল বারেকের ছেলে মো. শামীম বাদী হয়ে আসামি আহসানুল কবির এবং তার সহযোগীদের বিরুদ্ধে নকলা থানায় একটি হত্যা মামলা করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে আহসানুল কবিরের কাছ থেকে রক্তমাখা ধারালো কাঠের বাটযুক্ত একটি ছোরা জব্দ করে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি, সিআইডিতে আলামত হিসেবে রক্তের নমুনা ডিএনএ পরীক্ষার জন্য প্রেরণ করে। সিআইডির ডিএনএ ল্যাবে ওই ছোরা পরীক্ষা করে। ডিএনএ পরীক্ষার ফলাফল থেকে দেখা যায় যে, ছোরাতে লেগে থাকা রক্ত এবং মৃত আব্দুল বারেকের শরীর থেকে সংগৃহীত রক্তের ডিএনএ প্রোফাইল সম্পূর্ণ এক। তাই ডিএনএ পরীক্ষার ফলাফল থেকে প্রমাণিত হয় যে আসামি আহসানুল কবিরের কাছ থেকে জব্দকৃত ছোরা দিয়ে বারেককে খুন করা হয়।
সিআইডি দাবি করে, ডিএনএ ফলাফলের মাধ্যমে প্রকৃত আসামি শনাক্ত করা সম্ভব হয়েছে। ফলে ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতে সাক্ষ্য হিসেবে ডিএনএ প্রতিবেদন সহায়তা করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএনএ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ