Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বরিশালে কোচিং করানো প্রধান শিক্ষকের কারাদন্ড

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ১২:০১ এএম

বরিশাল নগরীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃম্ময় বেপারীকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং ক্লাস করানোর দায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হুদা এ দন্ডাদেশ দেবার পর প্রধান শিক্ষককে কারাগারে পাঠানো হয়।
জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বিদ্যালয় ও কোচিং ক্লাস বন্ধ রাখার নির্দেশনা উপেক্ষা করে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের দোতলায় একটি শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের কোচিং ক্লাস নেয়া হচ্ছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে তিনি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হুদাকে রোবাবর দুপুরে বিদ্যালয়ে পাঠান। তিনি সেখানে গিয়ে প্রধান শিক্ষককে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে ৩ দিনের কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
এছাড়া বেশিমূল্যে মাস্ক বিক্রি করায় রাজিয়া মেডিকেল হলের মালিক মো. রাসেলকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদন্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ