Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ

ছিনতাই ও চালককে মারধর

দিনাজপুর অফিস : | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ১২:০১ এএম

দিনাজপুরে এক ট্রাক চালকের কাছ থেকে টাকা ছিনতাই ও মারধরের ঘটনায় ছিনতাইকারীদের গ্রেফতারের দাবিতে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে জেলা সদরের চেহেলগাজী এলাকায় এই অবরোধ করে ট্রাক ও ট্র্যাঙ্কলরী শ্রমিকরা।
জানা যায়, চেহেলগাজী এলাকায় কাদের অটোরাইস মিলে চাল লোড করার জন্য রংপুর থেকে ট্রাক নিয়ে আসেন চালক রোস্তম আলী। এ সময় চেহেলগাজী বাজার সংলগ্ন পথে বড়ইল গ্রামের শাহজাহান আলী, মুছা মিয়াসহ ৩ জন তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা এক লাখ ৫৩ হাজার টাকা ছিনতাই করেন তারা। বাধা দেয়ায় চালক রোস্তম আলীকে মারধর করে তারা পালিয়ে যায়।
বিষয়টি জানার সাথে সাথে জেলা ট্রাক ও ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা চেহেলগাজী বড়ইল এলাকায় রাস্তা অবরোধ করে। এ সময় তারা জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। পরে পুলিশ এসে পরস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে একজনকে আটক করে নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহাসড়ক

২৮ ডিসেম্বর, ২০২২
২১ ডিসেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ