Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় বিচার দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউপির ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকারের বিচার দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছে এলাকাবাসী। সকাল ১১টার দিকে ঘাটুরা গ্রামের আঞ্চলিক সড়কে শত শত নারী পুরুষ এ মানবন্ধনে অংশ নেয়। এ সময় মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা আ.লীগ সভাপতি ও সংরক্ষিত ইউপি সদস্য আনোয়ারা বেগম, স্থানীয় বাসিন্দা কবির আলম, খন্দকার শাহআলী, কাজী বসির, আক্তার হাজারী, নাদিম খন্দকার, মারুফা আক্তার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে করোনা আতঙ্কে সারাদেশ আতঙ্কিত। তবে ঘাটুরা গ্রামবাসী তার চেয়ে বেশি আতঙ্ক নিয়ে দিনযাপন করছে। তাদের ইউপি সদস্য মাদক ব্যবসা, চোরাই গ্যাস বাণিজ্য ও চাঁদাবাজির সাথে জড়িত। সে শীর্ষ সন্ত্রাসী হওয়ায় তারা প্রতিবাদ পর্যন্ত করতে পারছে না। এমনকি তার বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আবেদন করেও তারা কোনো প্রতিকার পাচ্ছেন না। তারা ইউপি সদস্যের বিচারের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ