রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জমে উঠেছে চরভদ্রাসনের উপনির্বাচন। আগামী ২৯ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক নিয়ে নিজেদের ভোটের পাল্লা ভারী করতে উপজেলা জুড়ে রাত দিন প্রচার-প্রচারণায় মাঠ চোষে বেড়াচ্ছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নৌকা প্রতীকের উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ কাউছার হোসেন ও ধানের শীষ প্রতীকের এ জি এম বাদল আমিন ছাড়াও প্রতিদ্ব›দ্বী অপর প্রার্থীরা হলেন, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (স্বতন্ত্র) প্রার্থী মো. আনোয়ার আলী মোল্যা, উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান (স্বতন্ত্র) প্রার্থী কেএম ওবায়দুল বারী দিপু খান, (স্বতন্ত্র) প্রার্থী মো. খবিরুদ্দিন শেখ ও (স্বতন্ত্র) প্রার্থী মো. মাসুদ রানা।
গতকাল বৃহস্পতিবার সদর বাজারের এক ক্রোকারীজ ব্যবসায়ী কাউছার হোসেন, ওষুধ দোকান ব্যবসায়ী মো. মিজানুর রহমান, চা দোকান ব্যবসায়ী সাহেব আলী ও পথচারী আ. ওহাব মোল্যা বলেন, উপজেলায় উপনির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা প্রতিদিন বিভিন্ন ধরনের ভোটের গান ও সেøাগানে হাট-বাজারসহ গ্রাম, গঞ্জের, আনাচে, কানাচে এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের ভোটের পাল্লা ভারী করতে কর্মীরা মেতে উঠেছে।
একইদিন সদর ইউনিয়নের (আনারস মার্কা) প্রতীকধারী চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার আলী মোল্যা বলেন, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই আমরা শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে পরছি। তিনি আরও বলেন, যদি জনগণ চায় তাহলে আগামী ২৯ মার্চ উপজেলার উপনির্বাচনে ভোটারদের স্বতস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমার জয় নিশ্চিত বলেও তিনি জানান।এদিকে, নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন বিভিন্ন দলের প্রার্থী ও কর্মীদের নির্বাচনের পদচারনায় হাট, বাজারের চায়ের দোকান, ক্লাব, সমিতির অফিস, গ্রামগঞ্জসহ সরগরম হয়ে উঠেছে উপজেলার নির্বাচনী মাঠ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।