মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় গত ৯ বছরে অন্তত ৩ লাখ ৮৪ হাজার সিরীয় নাগরিকের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে ১ লাখ ১৬ হাজার বেসামরিক বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। পর্যবেক্ষক সংস্থাটির প্রতিবেদন অনুসারে, নিহতদের মধ্যে ২২ হাজার শিশু ও ১৩ হাজার নারী রয়েছে। এছাড়া আছে ১ লাখ ২৯ হাজার ৪৭৬ জন সিরীয় যোদ্ধা। নিহতদের মধ্যে ১ হাজার ৬৯৭ জন হিজবুল্লাহর সদস্য রয়েছে। আর বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে নিহতের সংখ্যা ৫৭ হাজার। পাশাপাশি কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের ১৩ হাজার ৬২৪ জন সদস্যও নিহত হয়েছে। এই দলটি যুক্তরাষ্ট্রের সমর্থনে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করেছে। গত ডিসেম্বর থেকে দামেস্ক প্রশাসন সিরিয়ার ইদলিব প্রদেশে বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক অভিযান পরিচালনা করছে। এই অভিযানে প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে দাবি করেছে জাতিসংঘ। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।