বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুরো সিনেমার কাহিনীর মতো হলেও ঘটনা সত্য। হত্যা মামলার পলাতক আসামিকে ধরতে গিয়েছিল পুলিশ। আসামি ধরার মুহূর্তে জানা যায় তার পিতা মুমূর্ষ অবস্থায়। জীবন বাঁচাতে জরুরি রক্তের প্রয়োজন। তাৎক্ষণিক সিদ্ধান্ত পাল্টান এসআই বদিউল আলম মুন্না। নিজেই রক্ত দান করেন। সঙ্কটাপন্ন রোগীর জীবন বাঁচাতে রক্ত দিয়ে গ্রেফতার করেন আসামিকে। আসামি ধরতে গিয়ে ওই পুলিশ কর্মকর্তা এমন মানবিক আচরণের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
নগরীর আকবরশাহ থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউল আলম মুন্না এ কাজের স্বীকৃতিস্বরূপ তাৎক্ষণিক পুরস্কারও পেয়েছেন। শনিবার মধ্যরাতে চমেক হাসপাতাল থেকে আসামি এমদাদ হোসেনকে (২৩) গ্রেফতার করেন ওই এসআই। তখন তিনি জানতে পারেন, পাঁচ মাস পালিয়ে থাকা এমদাদ মুমূর্ষ পিতাকে রক্ত জোগাড় করে দিতে হাসপাতালে আসেন। বিষয়টি জানতে পেরে ওই পুলিশ কর্মকর্তা নিজেই রক্ত দান করেন। সোমবার পুলিশ কমিশনার মাহাবুবর রহমান এজন্য তাকে পুরস্কৃত করেছেন।
৫ মাস আগে নগরীর আকবরশাহ থানার কৈবল্যধাম এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠানে এক যুবক খুন হন। এ ঘটনায় এমদাদসহ পাঁচজনকে আসামি করা হয়। গ্রেফতার আসামিরা খুনের দায় স্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।