Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোফাজ্জল হোসেন চুন্নু’র মৃত্যু

প্রধানমন্ত্রী ও সড়ক-সেতুমন্ত্রীর শোক

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ৪:২৩ পিএম

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, নোয়াখালী জেলা আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চুন্নু রোববার সকাল ১১.১৫ মিনিটে স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দলের জন্য নিবেদিতপ্রাণ এই মানুষটির মৃত্যুতে গভীর শোক ও দু:খ্য প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বিবৃতিতে মরহুম মোফাজ্জল হোসেন চুন্নু’র আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শোক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও শোক ও সমবেদনা জানিয়েছেন নোয়াখালী -৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির্গ।
সোমবার সকাল ১০টায় সোনাপুর কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ