Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ের হাসি চিকিৎসক-নার্সদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১২:০১ এএম

বিশ্ব যখন কাঁপছে করোনার ছোবলে, তখন করোনা আতঙ্ক কমিয়ে এনেছে চীন। করোনা তান্ডবে বলতে গেলে প্রায় তছনছ হয়ে গেছে দেশটি। তবে ক্ষতি কাটিয়ে আবার দাঁড়াতে শুরু করছে বেইজিং। এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে উহান শহরের সাময়িক হাসপাতালগুলো। এই কারণে এখন হাসি হাসপাতাল কর্মীদের মুখে। ফেব্রুয়ারির প্রথম দিকে করোনা মোকাবেলায় উহানে ২ হাজারের বেশি শয্যা বিশিষ্ট দুইটি হাসপাতাল তৈরি করা হয়েছিলো। সাময়িক হাসপাতালগুলো বন্ধ হওয়ায় মুখের মাস্ক খুলে আনন্দ উচ্ছ্বাস করেছেন স্বাস্থ্যকর্মীরা। সে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কমপক্ষে ৩০ লাখেরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। সারাবিশ্বে করোনা আতঙ্কের মধ্যে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে চীন। এরই মধ্যে দেশটিতে কমতে শুরু করেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এ পর্যন্ত প্রাণঘাতী করোনায় চীনে মারা গেছে প্রায় ৩ হাজার মানুষ। আর করোনা শনাক্ত রোগী চিহ্নিত করা হয়েছে ৮১ হাজার মানুষকে। সিনহুয়া।



 

Show all comments
  • gil ১৭ মার্চ, ২০২০, ৭:৩৫ পিএম says : 0
    বিপদ এখনও কাটেনি চিনের জন্ন।অদের কপালে আরও দুরভগ আছে ইনশাআল্লাহ্‌।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ