রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এ স্লােগান সামনে রেখে কমিউনিটি পুলিশিং ফোরাম, রাঘবদাইড় ইউনিয়ন, মাগুরা এর উদ্যোগে গত শুক্রবার বিকালে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিয়ে এবং দুর্নীতি বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন, মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কিন্ডু, মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান ও জেলা শিক্ষা অফিসার। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম, সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য ইউনিট ইনচার্জগণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।