পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় স্ত্রীর ছোড়া গরম পানিতে মাসুদ রানা (২৮) নামের স্বামী মারা গেছেন। গত বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল খিলগাঁও থানার ওসি (তদন্ত) মো. রাহাত খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মাসুদ রানা স্ত্রী শিল্পী আক্তার লিজা ও এক সন্তানকে নিয়ে গোড়ান বাজার এলাকায় একটি বাড়ির তিন তলায় ভাড়া থাকতেন। গত ২৫ ফেব্রæয়ারি সকালে ক্ষুব্ধ হয়ে ঘুমন্ত স্বামীর ওপর লবণ-মরিচ মেশানো গরম পানি ঢেলে দেন তিনি। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। গত বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরো জানান, এ ঘটনার পর থেকে মাসুদের স্ত্রী লিজা পলাতক রয়েছেন। তবে কী কারণে স্বামীর গায়ে গরম পানি ঢেলে দেন সেটা এখনো জানা যায়নি। তবে স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে বিষয়টি জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।