Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিবাসীদের দেশে ফিরতে ২ লাখ টাকা করে দেবে ইইউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১২:০২ এএম

গ্রিসের বিভিন্ন দ্বীপে অবস্থিত অভিবাসীদের নিজদেশে বাড়ি ফিরে যেতে জনপ্রতি ২ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৯০ হাজার টাকা) দেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। এক মাস ধরে জারি থাকবে এই সুযোগ। গ্রিসে শরণার্থী শিবিরগুলোর মরিয়া পরিস্থিতির উন্নতি করতেই এই পদক্ষে নিয়েছে ইইউ। তবে যাদের ফেরার মতো কোনো বাড়ি নেই তারা এই অর্থ পাবেন না। সাধারণত অভিবাসীদের নিজদেশে ফিরে যাওয়ার জন্য জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) যে অর্থ দিয়ে থাকে ইইউ’র নতুন উদ্যোগে তার পাঁচ গুণ বেশি অর্থ দেয়া হচ্ছে। এক মাসব্যাপি এই অফার চলবে। কেননা ইউরোপিয়ান কমিশনের আশঙ্কা, বেশিদিন এই অফার চালু থাকলে অর্থের লোভে অভিবাসীরা ইউরোপের দিকে আকৃষ্ট হবে। ইইউ’র স্বরাষ্ট্র কমিশনার ইভা জোহানসন বলেন, এই পরিকল্পনা একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য বড় সুযোগ সৃষ্টি করেছে। ইইউ’র সীমান্ত বিষয়ক সংস্থা ফ্রন্টেক্সের সঙ্গে মিলে পরিকল্পনাটি বাস্তবায়ন করবে আইওএম। তিনি আরো বলেন, শরণার্থীরা ফিরবে না। অবশ্যই, তারা ফিরতে পারবে না। কিন্তু অর্থনৈতিক অভিবাসীরা, যাদের ইতিবাচক রাজনৈতিক আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই, তারা হয়তো এই অর্থ গ্রহণে ইচ্ছুক হবে। সূত্র : দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ