রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দামপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আবদুল মজিদ স্মরণে দোয়া ও আলোচনায় সভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেছেন দলটির নেতা-কর্মীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দামপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। দামপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা: কফিল উদ্দিন আহম্মেদ, মো. মানিক মিয়া, আফতাব উদ্দিন মোল্লা, মো. আব্দুল ওয়াদুদ, বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও মরহুম আবদুল মজিদের ছেলে প্রকৌশলী মো. আলী হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দামপাড়া বাজার মসজিদের খতিব মুফতি শরীফুল ইসলাম শরীফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।