Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিকলীতে বিএনপির আলোচনা ও স্মরণ সভা

নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১২:০১ এএম

কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দামপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আবদুল মজিদ স্মরণে দোয়া ও আলোচনায় সভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেছেন দলটির নেতা-কর্মীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দামপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। দামপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা: কফিল উদ্দিন আহম্মেদ, মো. মানিক মিয়া, আফতাব উদ্দিন মোল্লা, মো. আব্দুল ওয়াদুদ, বাজিতপুর উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও মরহুম আবদুল মজিদের ছেলে প্রকৌশলী মো. আলী হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দামপাড়া বাজার মসজিদের খতিব মুফতি শরীফুল ইসলাম শরীফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ