মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতী করোনাভাইরাসের ঝড় ঝাপটা পেরিয়ে স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে চীনের জীবনযাত্রা। প্রাণঘাতী এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটি। তবে এরই মধ্যে ক্ষতি কাটিয়ে উঠতে নতুন ভাবে কাজ শুরু করেছে বেইজিং।
এই ভাইরাসের মধ্যদিয়ে বিশ্ববাসীকে কিছু চমক দেখিয়েছে দেশটি। রাতারাতি হাসপাতাল বানিয়ে তাক লগিয়ে দিয়েছে। চীনা ভাইস প্রেসিডেন্ট জিন গিউবেন বলছেন হুবেই প্রদেশের শতকরা ৬০ ভাগ ক্ষুদ্র ও মাঝারি আকারের প্রতিষ্ঠান এবং ৯৫ ভাগ বৃহাদাকার প্রতিষ্ঠান কাজে ফিরতে শুরু করেছে।
সচল হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠনগুলো। আবারো চাঙ্গা হচ্ছে চীনের অর্থনীতি। দেশটিতে এরই মধ্যে শুরু হয়েছে নিত্য ব্যবহার্য জিনিসের উৎপাদন। তবে উহানের বর্তমান পরিস্থিতিকে এখনো স্বাভাবিক হিসেবে ঘোষণা করা হয়নি। সে হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যে আবারো কাজে ফিরতে শুরু করবে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উহান শহর।
চীনের হুবেই প্রদেশ থেকে শুরু করে পরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা। আর এই প্রাণঘাতি করোনায় শুধুমাত্র চীনেই মারা গেছে ৩ হাজারের বেশি মানুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।