প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এক সময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুনকে চলচ্চিত্রে খুব একটা দেখা যায়না। মাঝে মাঝে দুয়েকটি সিনেমা করলেও নিয়মিত নন। তবে তিনি ব্যস্ত বিভিন্ন সার্কাস শোতে। তার স্বামী রোবেনসহ সেখানে পারফরমেন্স করেন। সার্কাস পার্টিগুলোর কাছে তার চাহিদাও সবচেয়ে বেশি। এতে মাসের ২০-২৫ দিন তাকে ব্যস্ত থাকতে হয়। আয়-উপার্জনও বেশ ভাল হচ্ছে। শো প্রতি প্রায় এক লাখ টাকা পারিশ্রমিক পান। মুনমুন বলেন, আমি ও রোবেন একসঙ্গে অনেক সার্কাস ও স্টেজ শোতে পারফর্ম করছি। দেশের নামি সার্কাস পার্টিগুলোর সঙ্গে আমরা কাজ করছি। এসব শোতে ব্যাপক দর্শক সমাগম হয়। তাদের সামনে পারফরমেন্স করি। তাদের সরাসরি প্রতিক্রিয়া পাই। দর্শক আমাকে এখনো মনে রেখেছে ভেবে আনন্দিত হই। দর্শকরা যখন মঞ্চের সামনে থেকে বলে আই লাভ ইউ মুনমুন, তখন খুব ভালো লাগে। এ ধরনের শো খুব উপভোগ করি। উল্লেখ্য, বর্তমানে মুনমুন অভিনীত রাগী ও তোলপাড় নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। দুইটি সিনেমায়ই তিন খল নায়িকার চরিত্রে অভিনয় করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।