Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘদিন পর উপস্থাপনায় মুনমুন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

আড়াই বছর পরে কানাডা থেকে দেশে ফিরে টেলিভিশনে উপস্থাপনা করছেন উপস্থাপিকা ও অভিনেত্রী রুমানা মালিক মুনমুন। মুনমুনের উপস্থাপনায় বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ‘মুক্তিযুদ্ধের নয় মাস’ শীর্ষক অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় ও ইকবাল মুন্নার নির্মাণে প্রতিদিন সন্ধ্যা ৭টায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের নানান ঘটনার প্রেক্ষিত ও ঐতিহাসিক প্রভাব তুলে ধরা হচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে। ইতিহাসবিদ মুনতাসীর মামুন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, শিক্ষাবিদ আ আ ম স আরেফিন সিদ্দিকসহ স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের কণ্ঠযোদ্ধা, মুক্তিযুদ্ধে সংগঠক ও গবেষকসহ রণাঙ্গণের মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা ও নানান ঘটনার ঐতিহাসিক প্রেক্ষিত অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানের গবেষনা ও গ্রন্থনায় সংযুক্ত যুক্তরাষ্ট্রের স্টেট বিভাগের ফেলো আশা জাহিদ জানান, 'মুক্তিযুদ্ধের ২৬৬ দিন বাংলাদেশের জন্য সব সময় গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বকে আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে দিচ্ছে রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় মুক্তিযুদ্ধের নয় মাস অনুষ্ঠানটি। একাত্তরকে যারা দেখেছেন তাদের ভাবনায় স্বাধীনতার গুরুত্ব অনুষ্ঠানে ফুটে উঠেছে। দেশ বরণ্যে ইতিহাসবিদ ও মুক্তিযোদ্ধা-সংস্কৃতিকর্মীরা মুক্তিযুদ্ধের রক্তাক্ত সেই সময়ের অভিজ্ঞতা অনুষ্ঠানে বর্ণনা করেছেন। অনুষ্ঠানের প্রযোজক মাহবুবা ফেরদৌস বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মত গুরুত্বপূর্ণ বিষয়কে বাংলাদেশ টেলিভিশনের নানান অনুষ্ঠানের মাধ্যমে সকলের কাছে তুলে ধরা হচ্ছে। একাত্তরের মুক্তিকামী মানুষের নানা প্রচেষ্টা, সেই সময়ের আলোচিত ঘটনার পেছনের গল্প আর ঐতিহাসিক প্রেক্ষিত ‘মুক্তিযুদ্ধের নয় মাস’ অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন বিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপস্থাপনায় মুনমুন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ