Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দেশে ফিরেছেন উপস্থাপিকা মুনমুন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

আড়াই বছর পর দেশে ফিরেছেন একসময়ের দর্শপ্রিয় উপস্থাপিকা, অভিনেত্রী রুমানা মালিক মুনমুন। কানাডা নিবাসী মুনমুন দেশে ফিরে জানিয়েছেন তার ব্যক্তিগত একটি খুশির খবর। প্রথমবারের মত মা হয়েছেন তিনি। গত বছরের ২৪ মে কানাডায় তার মেয়ে ঈমান হোসেনের জন্ম হয়েছে। মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বে আমন্ত্রিত হয়ে এসে মুনমুন তার জীবনের অনেক অজানা গল্প জানিয়েছেন। জানিয়েছেন, প্রায় দেড় বছর ধরে মাতৃত্বের স্বাদ পেয়ে জীবনকে নতুনভাবে উপভোগ করতে শিখেছেন। জীবনের নতুন অর্থ বুঝতে শিখেছেন। জীবনের সব ক্ষেত্রে স্বামী তৌফিক হোসেনের অবদানের কথাও স্বীকার করেছেন। ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত মুনমুন দেশে থাকবেন। মনের মত কোনো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেলে সে জায়গাটিতেও ফিরে যেতে চান তিনি। কারণ উপস্থাপকের আসন তো বটেই, সহকর্মী ও দর্শকদেরও ভীষণভাবে মিস করেন তিনি। তবে মুনমুন আশাবাদী, বেশ কয়েক বছর পর তিনি স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে আসবেন। এদিকে, মুনমুন কানাডায় ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি নিয়ে মাস্টার্স ডিগ্রী শেষ করেছেন। সে বিষয় নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে কিছু করতে চান। মা হবার আগে কানাডার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে চাকরী করছিলেন তিনি। রুম্মান রশীদ খান ও লাবণ্য’র উপস্থাপনায়, জোবায়ের ইকবাল-এর প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর এই পর্বটি প্রচার হবে ১৫ নভেম্বর, সোমবার, সকাল ৭টায়, মাছরাঙা টেলিভিশনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপস্থাপিকা মুনমুন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ