Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সেন্সর ছাড়পত্র পেয়েছে মুনমুনের সিনেমা রাগী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

পরিচালক মিজানুর রহমান মিজানের ‘রাগী’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি পুরোপুরি অ্যাকশন নির্ভর। এতে প্রথমবারের মতো খল চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মুনমুন। এছাড়া অভিনয় করেছেন, পারভেজ আবির চৌধুরী,আঁচল, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, মারুফ আকিব, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াৎ প্রমুখ। সেন্সর বোর্ড সদস্যরা সিনেমাটি দেখে মন্তব্য করেছেন, পরিপূর্ণ অ্যাকশন সিনেমা বলতে যা বোঝায় রাগী সিনেমায় আমরা সেগুলো পেয়েছি। পরিচালক মিজান তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তিনটি দৃশ্য কেটে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিতে বলা হয়েছিলো। সেগুলো ছেটে ফেলে জমা দিই। এছাড়া সিনেমার অন্যান্য বিষয় নিয়ে বোর্ড সদস্যরা প্রশংসা করেন। মিজান বলেন, মুনমুনকে গতানুগতিক যে দৃশ্যে দর্শক দেখেছেন, এখানে তার চরিত্র ব্যতিক্রম। সিনেমার মূল আকর্ষণ নায়ক আবির এবং মুনমুনের লড়াইচিত্রনায়ক আবির বলেন, সিনেমায় যেমন মুনমুনের মুখোমুখি হতে হয়, তেমনি শতাব্দী ওয়াদুদেরও মুখোমুখি হতে হয়েছে। একটি জমজমাট লড়াই দর্শক দেখতে পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেন্সর ছাড়পত্র পেয়েছে মুনমুনের সিনেমা রাগী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ