Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়েব সিরিজ নিয়ে সব ধারণা পাল্টে গেছে: দীপা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ৩:০০ পিএম

প্রথমবারের মত কোনও ওয়েব সিরিজে অভিনয় করলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী দীপা খন্দকার। ‘৩০ ডেইজ’ শিরোনামের এ ওয়েব সিরিজে তাকে দেখা যাবে একজন এনজিওকর্মীর চরিত্রে। একইসঙ্গে তাকে দেখা যাবে একজন ডিভোর্সি হিসেবেও। এটি নির্মাণ করেছেন নূর ইমরান মিঠু।

দু’টি ছেলে-মেয়ের প্রেমের গল্প উঠে আসবে এই সিরিজে। বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে পছন্দ দীপার। তারই ধারাবাহিকতায় সাজেকে ঘুরতে এসে তিনি খুন হন। তারপর গল্প অন্যদিকে মোড় নেয়।

দীপার ভাষ্য, ওয়েব সিরিজ সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা ও ভীতি ছিল। ভেবেছিলাম ওয়েব সিরিজ মানেই অশ্লীলতা প্রদর্শন। কিন্তু এবার সব ধারণা পাল্টে গেছে। অনেক ভালো কাজ হয়েছে।

এদিকে টিভি ধারাবাহিকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তার হাতে বর্তমানে আছে সকাল আহমেদের ‘খানবাড়ি বাড়াবাড়ি’, রুলিন রহমানের ‘মায়ার বাঁধন’, সাগর জাহানের ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’ দুরন্ত টিভির ‘মেছো তেতো গেছো ভূত’ এবং সৈয়দ শাকিলের ‘আদালত’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়েব সিরিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ