Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

প্রস্তাব বিবেচনাধীন তুরস্কের

এস-৪০০ সক্রিয় না করার শর্তে প্যাট্রিয়ট দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না চালানোর প্রতিশ্রুতির শর্তে তুরস্ককে নিজেদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা হস্তান্তরের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান এমন তথ্য দিয়েছেন। এতে ন্যাটো মিত্রের প্রতি ওয়াশিংটনের কঠোর অবস্থান উল্লেখযোগ্য শিথিল হওয়ারই আভাষ দিচ্ছে।- খবর রয়টার্সের । তুরস্কের দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মার্কিন প্রস্তাব বিবেচনাধীন রেখেছে তুরস্ক। কিন্তু এস-৪০০ পরিকল্পনা থেকে সরে আসেনি আঙ্কারা। আগামী মাসে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করার কথা রয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলছে, এই ইস্যুতে নিজের অবস্থান বদল করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। তুরস্ক এস-৪০০ থেকে সরে না এলে প্যাট্রিয়ট ব্যাটারি পাবে না বলে তিনি জানিয়েছেন। আঙ্কারা গত বছর এস-৪০০ ক্রয় শুরু করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভিন্নতা দেখা দেয়। ওয়াশিংটন বলছে, এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ন্যাটো আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সঙ্গে বেমানান। চলতি বছরে ইদলিব অঞ্চলে ব্যাপক লড়াইয়ের পর ওয়াশিংটনকে তুর্কি সীমান্তে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে বলেছে আঙ্কারা। কিন্তু ওয়াশিংটন বলছে, তারা এস-৪০০ ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা একসঙ্গে পেতে পারে না। ব্রাসেলস থেকে ফেরার পর সাংবাদিকদের এরদোগান বলেন, তুরস্কে প্যাট্রিয়ট বসাতে ওয়াশিংটনকে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে তারা এই আকাশ প্রতিরক্ষা কিনতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, প্যাট্রিয়টের জন্য আমরা ওয়াশিংটনকে প্রস্তাব দিয়েছি। যদি তারা আমাদের সেটি দিতে চায়, তবে দিতে পারে। আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়টও কিনতে পারি। ‘এস-৪০০ নিয়ে তাদের অবস্থানও আগের তুলনায় নরম হয়েছে। এখন তারা এস-৪০০ সক্রিয় না করতে প্রতিশ্রুতি চাচ্ছে,’ বললেন তুর্কি নেতা। রয়টার্স।



 

Show all comments
  • Jahid Hasan ১২ মার্চ, ২০২০, ১:৫১ এএম says : 0
    আমেরিকার এই চাল, নিজেরা ব্যবসা করতে পারে না, অন্যদেরও ব্যবসা করলে বিবেচনা করতে হবে।
    Total Reply(0) Reply
  • মোঃ তোফায়েল হোসেন ১২ মার্চ, ২০২০, ১:৫৩ এএম says : 0
    আমেরিকা যুদ্‌ধ লাগিয়ে এখন অস্ত্র বিক্রি করতে চাই।
    Total Reply(0) Reply
  • Monjur Rashed ১২ মার্চ, ২০২০, ১১:৩৮ এএম says : 0
    This is America, always unpredictable. He who has friend like America, does not need ho have other enemy.
    Total Reply(0) Reply
  • Saikat Islam ১২ মার্চ, ২০২০, ১২:৪৬ পিএম says : 0
    ওরা সবসময় মুসলিম উম্মাহর ঐক্য ধ্বংস করে দেয়ার চেষ্টায় আছে।
    Total Reply(0) Reply
  • Monjur Rashed ১২ মার্চ, ২০২০, ৪:২০ পিএম says : 0
    President Erdowan's political future will be determined by his decision-making ability on this critical issue ------ choosing either Patriot or S-400
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ