মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিনেমা হল বন্ধ
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কেরালা রাজ্যে সিনেমা হল বন্ধের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তিনি সিনেমা হল বন্ধের এ ঘোষণা দেন। মঙ্গলবার নতুন করে কেরালায় আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনডিটিভি।
৩ দিন পর উদ্ধার
ইনকিলাব ডেস্ক : চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহার করা একটি হোটেল ধসের তিন দিন (৬৯ ঘণ্টা) পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত শনিবার হোটেলটি ধসের ঘটনায় এ পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া এখনও ৯ জন নিখোঁজ রয়েছেন। সিনহুয়া।
এক স্কুলে ২৯
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি স্কুলে শিক্ষার্থীসহ করোনাভাইরাসে আক্রান্ত ২৯ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ২৯ জনের মধ্যে স্কুলের শিক্ষার্থীসহ প্রশাসনিক কর্মকর্তারাও রয়েছেন। এ খবর পাওয়ার পরেই অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। ওয়েবসাইট।
ছেড়ে দেয়া উচিত
ইনকিলাব ডেস্ক : ইরানের সব কারাবন্দীদের ছেড়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন তেহরানে জাতিসংঘের বিশেষ মানবাধিকার দ‚ত জাভেদ রহমান। মঙ্গলবার তিনি দেশের সব কারাবন্দীদের সাময়িক মুক্তি দিতে তেহরানকে আহবান জানান। তিনি বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে রাজনৈতিক বন্দিদের আটক দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক। রয়টার্স।
এক অফিসেই ৫০
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক অফিসেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ জন।, কল সেন্টারের আক্রান্তদের মধ্যে ৪৬ জনই কর্মী। আর বাকি চারজন আক্রান্তদের পরিবারের সদস্য। এর মাধ্যমে দেশটিতে একক কোনো ঘটনায় এত সংখ্যক মানুষ প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হলো। সিএনএন।
প্রচারণা বাতিল
ইনকিলাব ডেস্ক : করোনা আতঙ্কে নির্বাচনী প্রচারণা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী বার্নি স্যান্ডার্স এবং জো বাইডেন। মঙ্গলবার তাদের গুরুত্বপ‚র্ণ বেশ কিছু প্রচারণা বাতিল করে দিয়েছেন। করোনাভাইরাস নিয়ে উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। রয়টার্স।
এফ-১৬ বিধ্বস্ত
ইনকিলাব ডেস্ক : মহড়া চলাকালে পাকিস্তান বিমান বাহিনীর একটি এফ-১৬ বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার রাজধানী ইসলামাবাদের শাখারপারিয়ানে এই দুর্ঘটনা ঘটে। বিমান বাহিনীর মুখপাত্র বলেন, ২৩ মার্চের প্যারেডকে সামনে রেখে এই মহড়া চলছিল। পাক বাহিনীর এক মুখপাত্র বলেন, আমরা ক্ষয়ক্ষতি মূল্যায়ন করে দেখছি। আল-জাজিরা।
মাস্কে মুনাফা নিষিদ্ধ
ইনকিলাব ডেস্ক : মুনাফার জন্য মাস্ক বিক্রি করাকে দন্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেছে জাপান সরকার। করোনা ভাইরাস আতঙ্কে যখন দেশে মাস্কের চাহিদা বেড়ে গেলো, তখনই এর দাম বাড়িয়ে দিলেন অসাধু ব্যবসায়ীরা। এই যখন অবস্থা, তখন জাপান সরকার কঠোর ব্যবস্থা নিলো। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।