Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালজয়ী অভিনেতা আর নেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ১২:০০ এএম

সুইডিশ বংশদ্ভূত কালজয়ী অভিনেতা ম্যাক্স ভন সিডো আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। অভিনেতার পরিবার জানিয়েছেন, গত রোববার বার্ধক্যজনিত কারণে মারা যান সিডো।
সিডো শতাধিক চলচ্চিত্র ও টিভি সিরিজে কাজ করেছেন। তার স্মরণীয় কাজের মধ্যে ইংমার বার্গম্যানের ‘দ্য সেভেন্থ সিল’ অন্যতম। এই চলচ্চিত্রে নাইট আন্টোনিয়াস ব্লক চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন ভন। যেখানে একটি প্রতীকী দৃশ্যে তাকে মৃত্যুর সঙ্গে দাবা খেলতে দেখা যায়।
তিনি বিভিন্ন ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন। ১৯৫৪ সালে সুইডেনের সাংস্কৃতিক পুরস্কার অর্জন করেন তিনি। ২০০৫ সালে কমান্দোর দে আর্ত এ দে লেত্রে উপাধিতে ভ‚ষিত হন।
২০১২ সালে লেজিওঁ দনরের শ্যভালিয়ে উপাধিতে ভূষিত হন। সিনেমার ক্যারিয়ারে একাধিকবার তিনি অস্কার মনোনয়ন লাভ করেন। এরমধ্যে ‘পেলে দ্য কনকারার’-এর লাসেফার চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা এবং ‘এক্সট্রিমলি লাউড অ্যান্ড ইনক্রেডিবলি ক্লোজ’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। সূত্র : সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেতা

১০ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ