Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেস্টুরেন্ট ব্যবসায় অভিনেতা সিদ্দিক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

নাট্যাভিনেতা সিদ্দিকুর রহমান এবার অভিনয়ের পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসায় নেমেছেন। রাজধানীর বনানীতে ‘লংকা’ নামে একটি রেস্টুরেন্ট খুলেছেন। গত ৮ সেপ্টেম্বর রেস্টুরেন্টের উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা, অভিনেতা হাসান মাসুদ, প্রযোজক মো. ইকবাল, নৃত্যপরিচালক ইউসুফ খান, অভিনেতা অনুভবসহ আরো অনেকে। সিদ্দিকর বলেন, ব্যবসা করায় মন দিয়েছি অনেক আগেই। সেই ধারাবাহিকতায় আবারও রেস্টুরেন্ট চালু করলাম। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে। শুটিংয়ে ফাঁকে রেস্টুরেন্টের কাজ দেখভাল করছি। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করতে চাই না। সবাইকে বলবো যারা ভোজনবিলাসি তারা একবার হলেও এসে আমাদের খাবার টেস্ট করে যাবেন। আমার বিশ্বাস কেউ ঠকবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেস্টুরেন্ট ব্যবসায় অভিনেতা সিদ্দিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ