Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনেতা সাগর হুদার ইন্তেকাল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

টেলিভিশন অভিনেতা সাগর হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। গতকাল ভোর রাতে কুষ্টিয়ায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, তিনি স্ট্রোক করেছিলেন। কুষ্টিয়া থেকে তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। গতকাল বাদ আসর ধানমন্ডির ৭ নাম্বার মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। সাগর হুদার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন নির্মাতা-অভিনেতারা। নির্মাতা মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। এ নির্মাতার শতাধিক নাটকে কাজ করেন সাগর হুদা। তিনি বলেন, উনি শুধু একজন ভালো অভিনেতা ছিলেন না, ছিলেন একজন পরম পরোপকারী শুদ্ধ মনের ভালো মানুষ। অভিনেতা ফখরুল বাশার মাসুমের সঙ্গে একাধিক কাজ করেছেন সাগর হুদা। তিনি বলেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন। গত কোরবানির ঈদে একসঙ্গে আমরা নামাজ পড়েছি। অভিনেত্রী মনিরা মিঠু বলেন, আমি বিশ্বাস করতে পারছি না, সাগর ভাই নেই। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। উল্লেখ্য, সাগর হুদা নিয়মিত টিভি নাটকে অভিনয় করতেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো, বেয়াইন আই লাভ ইউ, খটকা, হারাম, ন্যাপকিন, দ্য জু, সুইপার ম্যান, শুক্রবার, আক্কেল সেলামি প্রভৃতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেতা সাগর হুদার ইন্তেকাল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ