রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্ত্রী বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে না আসায় নিজ বিয়ের শাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে স্বামী।
নিহত যুবক সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ি গ্রামের আমীর হোসেনের পুত্র আক্কাস আলী (২৮)। পেশায় হ্যালোবাইক চালক। গত সোমবার রাতে আক্কাস তার নিজ ঘরে আত্মহত্যা করে।
নিহতের খালা হাসনা বেগম জানায়, আক্কাসের স্ত্রী সূবর্ণা ৬ মাস আগে বাবার বাড়ি চলে যাওয়ার পর থেকে আক্কাস ও তার পরিবার নানাভাবে চেষ্টা করে সুবর্ণাকে শ্বশুর বাড়িতে আনতে পারেনি। গত সোমবার রাতেও আক্কাস মোবাইলে স্ত্রীর সাথে কথা বলে। পরে সকালে ঘরের ভেতর স্ত্রীর শাড়িতে ফাঁস লাগানো তার লাশ দেখতে পায় পরিবারের লোকজন।
সাটুরিয়া থানার এসআই সামছুল জানায়, খবর পেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।