রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বৈদ্যুতিক শর্টসার্কিটে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের টুকলী পুকুরের পাশে লস্করা গ্রামে আগুন লেগে ১৫টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তরা ৫ লাখাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। এতে ৭ পরিবার নিঃস্ব হয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত পরিবারের শুরেন্দ্র নাথ বর্মন, পরেশ চন্দ্র বর্মন, তুলেশ চন্দ্র বর্মনসহ অন্যরা জানান, গত সোমবার বিকেলে আমরা মাঠ থেকে ঘরে ফেরার আগেই বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে যায়, বাসায় লোকজন কম থাকায় ঘরের মালামাল সরাতে পারেনি। আগুনে এ গ্রামের সাতটি পরিবারের ১৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন এক কাপড়ে খোলা আকাশের নিচে বাস করছি।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এবং পরবর্তীতে ঢেউটিন ও আর্থিক সহায়তার আশ্বাস দেন।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান জানান, ফায়ার সার্ভিস এসে ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই এ ক্ষয়ক্ষতি হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।