Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন ঘর পুড়ে ছাই

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৯ এএম

ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে অগ্নিকান্ডে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার দুপুরে উত্তর হরিপুর গ্রামে গফুর ড্রাইভার বাড়ির চুলা থেকে সূত্রপাত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্থ তিন সহোদরের বসতঘর, পাকেরঘর ও আসবাবপত্র অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেন। ক্ষতিগ্রস্থরা হচ্ছেন, মৃত আব্দুল গফুর ড্রাইভারের পুত্র প্রবাসী সাহাব উদ্দিন, সফিকুর রহমান ও প্রবাসী রফিকুর রহমান। ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী সূত্রে এসব তথ্য জানাগেছে। অগ্নিকান্ডের খবর শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন ঘর পুড়ে ছাই

১২ ফেব্রুয়ারি, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ