Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেআইনিভাবে ভারত জাহাজ আটক করেছে : পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ১২:০২ এএম

করাচিগামী চীনের একটি জাহাজ আটক করেছে ভারত। স¤প্রতি গুজরাটের কান্দলা বন্দর কর্তৃপক্ষ ওই জাহাজটি আটক করে। ভারতের অভিযোগ, জাহাজটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কাজে লাগে এমন উপকরণ বহন করা হয়েছে। এদিকে ভারতের এমন অভিযোগকে ভিত্তি হীন দাবি করে জাহাজ আটকের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়শা ফারুকি বলেছেন, জাহাজে কোনো সামরিক সরঞ্জাম নেই। ভারত পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যা দাবি করে বেআইনিভাবে জাহাজটি আটক করে রেখেছে। জাহাজে পণ্যের বিষয়ে তিনি বলেন, ওই জাহাজে শিল্প-পণ্য রয়েছে। কোনো ক্ষেপণাস্ত্র সরঞ্জাম নয় সেখানে ইট পোড়ানোর চুল্লি রয়েছে। পণ্যগুলোর তালিকা আমাদের কাছে রয়েছে। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ কোনো পণ্য বা উপাদানে জাহাজে ছিল না। পাকিস্তানের এমন প্রতিবাদ ও বিবৃতির পর রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আনুষ্ঠানিকভাবে এ জাহাজ আটকের প্রতিবাদ জানিয়েছে। ভারত ওই জাহাজ আটক করে আর্ন্তজাতিক আইন লঙ্ঘন করেছে বলে বক্তব্য দিয়েছে চীন। প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি চীন থেকে পাকিস্তানগামী জাহাজটি গুজরাটের কান্দলা বন্দরে এলে একে আটক করে ভারত কর্তৃপক্ষ। জাহাজে কি মালামাল রয়েছে তা নিবিড়ভাবে তদন্ত করে এর ছাড়া হবে বলে জানিয়েছিল ভারত সরকার। দুনিয়া নিউজ টিভি, ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ