Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খানকায়ে লতিফিয়া দরবারে বার্ষিক মাহফিল সম্পন্ন

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদাতা : | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ১২:০০ এএম

মীরসরাইয়ে শতাধিক বছরের প্রাচীনতম খানকায়ে লতিফিয়া দরবার শরীফের পবিত্র ঈদে মিলাদুনবী (স.) উপলক্ষ্যে বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল গত শুক্রবার ও শনিবার খানকায়ে দরবার শরীফে সম্পন্ন হয়েছে।
মীরসরাইয়ের খানকায় লতিফীয়া বর্তমান পীরে কামেল আলহাজ্ব আল্লামা হাফেজ মাওলানা শাহ্ মো. মেছবাহুল ইসলাম লতিফীর সভাপতিত্বে এই ধর্মীয় মাহফিলে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী, মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরী, মাওলানা মফিজুল ইসলাম হোসাইনী সহ বহু পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম বৃন্দ।
বক্তারা বলেন ইসলামের মৌলিক বিষয়াদি নিয়ে ঈমান ও আক্বীদা মজবুত করণে প্রত্যেক মুসলমানের পাঁচ ওয়াক্ত নামাজ কায়েমের একাগ্রতার আহবান জানান। এছাড়াও ইসলাম যে শান্তির ধর্ম এবং তৌহিদের বাণী ছড়িয়ে পড়বে বাংলাদেশসহ সারা বিশ্বে।
পরে আখেরী মোনাজাতে মাধ্যমে করোনাভাইরাস থেকে সারা বিশ্ববাসীসহ বাংলাদেশের মুসলিম উন্মাত জন্য দোয়া কামনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহফিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ