Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে কোয়ারেন্টাইন সেন্টার ধসে নিহত বেড়ে ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ৪:৩৫ পিএম

চীনে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের কুয়ানঝো শহরে একটি পাঁচতলা হোটেল ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ১০টি মরদেহসহ ৪২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাছাড়া এখনো সেখানে অন্তত ৭০ জন করোনা আক্রান্ত রোগী আটকে আছেন বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, শনিবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টার কিছু পরে ফুজিয়ান প্রদেশের কুয়ানজু শহরে অবস্থিত ভবনটি ধসে পড়ে। করোনা আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছেন এমন লোকজনকে মূলত সেখানে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, ফুজিয়ান প্রদেশের উদ্ধারকর্মীরা হোটেলটির ধ্বংসস্তুপের ভেতর তল্লাশি চালাচ্ছেন। তবে ঠিক কী কারণে এটি ধসে পড়েছে এখন পর্যন্ত তা জানা যায়নি। ২০১৮ সালে চালু হওয়া হোটেলটিতে মোট ৮০টি কক্ষ রয়েছে।
প্রদেশটির পাঁচতলা বিশিষ্ট যে হোটেলটি ধসে পড়েছে সেখানে শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত ২৯৬ জনের করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপারে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। এর বাইরে ১০ হাজারেরও অধিক লোককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ