মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিহারে নিহত ১১
ইনকিলাব ডেস্ক : ভারতে গাড়ি-ট্রাক্টর সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। শনিবার বিহারের মুজাফফারপুরে এ ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। হিন্দুস্তান টাইমস।
বংশগত সক্ষমতা
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড বললেন, আরেকটি পেশাতেও তিনি উন্নতি করতে পারতেন, আর তা হলো চিকিৎসা বিশেষজ্ঞ। কারণ, আমি এসব বুঝতে পারি দেখে মানুষ সত্যি অবাক হয়। উপস্থিত চিকিৎসকদের সবাই বলেছেন, আপনি কীভাবে এতো কিছু জানেন? ট্রাম্প বললেন, হয়ত আমার বংশগত সক্ষমতা রয়েছে।
লন্ডনের পর সিঙ্গাপুর
ইনকিলাব ডেস্ক : করোনা আতঙ্কে লন্ডনের পর সিঙ্গাপুরেও বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। ফেসবুকের একজন মুখপাত্র বলছেন, গেলো মাসের শেষ সপ্তাহে ফেসবুকের সিঙ্গাপুর অফিসের বেশ কিছু কর্মী লন্ডনের অফিসে ভ্রমণ করেছিলেন । এর জের ধরে করোনা ঝুঁকি এড়াতে অফিস বন্ধ করা হয়েছে। স্কাই নিউজ।
অবরুদ্ধ যিশুর জন্মস্থান
ইনকিলাব ডেস্ক : করোনা ভাইরাস আতঙ্কে পশ্চিম তীরে অবস্থিত যিশুখ্রিস্টের জন্মস্থান খ্যাত বেথলেহেম শহরটি অবরুদ্ধ হয়ে পড়েছে। শহরটিতে জরুরি অবস্থাও ঘোষণা করেছে সরকার। শুক্রবার পর্যন্ত ১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ফিলিস্তিনের সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়। আল-জাজিরা।
কাশ্মীরে স্কুল বন্ধ
ইনকিলাব ডেস্ক : জম্মু-কাশ্মীরে দুজন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করার পর জম্মু ও সাম্বা জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান সেক্রেটারি রোহিত কানসাল শনিবার সকালে এক টুইট বার্তায় জানিয়েছেন, ওই দুজনের করোনা অন্যদের শরীরেও যেন ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।