Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে হামলা, নিহত বেড়ে ৩২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ১১:১৭ এএম

আফগানিস্তানে এক বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন। শুক্রবার দেশটির রাজধানী কাবুলে এ ঘটনা ঘটে।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আফগান সরকারের একজন শীর্ষ রাজনীতিবিদ আবদুল্লাহ আবদুল্লাহ। তবে তিনি সম্পূর্ণ নিরাপদে স্থান ত্যাগে সক্ষম হয়েছেন। খবর আল-জাজিরা ও নিউইয়র্ক টাইমসের।।

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পর আফগানিস্তানে যে শান্তির আশা করা হচ্ছিল তা এখন ক্রমেই নিভতে শুরু করেছে।

চুক্তির পর এরই মধ্যে বেশ কিছু জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে তালেবানের ওপরও হামলা দীর্ঘদিন বন্ধ রাখার পর আবারও চালু করেছে যুক্তরাষ্ট্র।

তবে শুক্রবারের হামলায় জড়িত থাকার বিষয়ে এখনও দায় স্বীকার করেনি তালেবান। হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার।

তিনি জানান, ২৭টি মরদেহ ও ২৯ জন আহতকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান

১৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ