Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঋণের বোঝা বইতে না পেরে আত্মহত্যা

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ১২:৪৩ এএম

পুঠিয়ার বেলপুকুরে ঋণের বোঝা বইতে না পেরে ট্রেনে ঝাঁপ দিয়ে বাবু (৪০) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে।

নিহত বাবু উপজেলার বানেশ্বর বালিয়াঘাটি গ্রামের মজিবুর রহমানের ছেলে। শুক্রবার ভোরের যে কোন সময়ে বেলপুকুর রেলগেট এলাকায় ট্রেনে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করতে পারে। পরে সকালে এলাকাবাসি নিহত বাবুর দিখন্ডিত মৃতদেহ দেখতে পেয়ে বেলপুকুর থানা পুলিশে খবর দিলে জিআরপি পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামেক হাসপাতাল মর্গে পাঠায়।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, নিহত বাবু বানেশ্বর বাজারের টাইলসের ব্যবসা ছিল। এছাড়াও সে পেয়ারা বাগানের ব্যবসা করত।
ব্যবসায়ীক কারণে নিহত বাবু বিভিন্ন ব্যাংক ও এনজিও এবং সুদে মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা ঋণ নেয়। বর্তমানে তার ব্যবসায় মন্দাভাব চলছিল। এ কারণে ঋণের বোঝা বইতে না পেয়ে আত্মহত্যা করতে পারে বলে এলাকাবাসির ধারণা।
এ বিষয়ে বেলপুকুর থানার ওসি আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে জিআরপি ঈশ্বরদী থানায় ইউডি মামলা হয়েছে।

 

 



 

Show all comments
  • সুলতান ৭ মার্চ, ২০২০, ১২:৪৫ এএম says : 0
    আমার ওতো মনে এককি কাজ করা লাগবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ